দেবীগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৮:০৫ |  আপডেট  : ১০ অক্টোবর ২০২৫, ০৯:০৮

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মঞ্জুরুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায় শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে দেবীগঞ্জ উপজেলার  ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তিনি উপজেলার সোনাহার বাজারপাড়া এলাকার মো. আব্দুল হকের ছেলে ওই এলাকার বাসিন্দা। 

দেবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ৫ জুন জুয়েল রানা নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। জুয়েল রানা পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার মৃত ফয়জুল ইসলামের ছেলে। মামলাটি দায়েরের পেছনে একটি ফাঁস হওয়া অডিও ক্লিপকে মূল সূত্র হিসেবে উল্লেখ করা হয়।

এজাহারে বলা হয়, গত ১৬ মে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের ভার্চুয়াল বৈঠকে আসামিরা দেবীগঞ্জের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করেন। বৈঠকের ৩ মিনিট ৪৮ সেকেন্ডের একটি অডিও ক্লিপ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করে। অডিও ক্লিপে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর কণ্ঠ শোনা যায়, যেখানে তিনি ইসলামি ব্যাংকের কয়েকটি শাখায় আগুন লাগানো এবং বিএনপি-জামায়াতের প্রথম সারির অন্তত ১০ জন নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনার কথা বলেন।

মামলায় আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম বাবুর নাম সরাসরি উল্লেখ ছিল না। তবে তদন্তের অংশ হিসেবে তাকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৭২ জনের এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০–৫০০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “সন্ত্রাস বিরোধী মামলার আসামি মঞ্জুরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত