দুর্গা পুজা  উপলক্ষে আদমদীঘিতে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১৯:৪৪ |  আপডেট  : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:২৫

হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পুজা উপলক্ষে আদমদীঘি উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল মন্ডব কমিটির সভাপতি-সম্পাদকদের সাথে থানা পুলিশের এক মত বিনিময় সভা আদমদীঘি থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাজরান রউফ, ওসি (তদন্ত) আলমাস হোসেন, এসআই প্রদীপ কুমার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার প্রমুখ। উল্লেখ্য, এবার উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬৪টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। পুজা মন্ডব গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে টহল পুলিশ মন্ডবে মন্ডবে ডিউটি শুরু করেছে। আগামী ১৫ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত