দুই আসনেই হেরেছেন হিরো আলম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ |  আপডেট  : ২৭ মার্চ ২০২৪, ০৮:৫০


বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এরমধ্যে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও অন্য আসনে শোচনীয় পরাজয় হয়েছে এই প্রার্থীর। পাশাপাশি বগুড়া-৬ আসনে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।

বগুড়া-৪ আসনে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এই আসনে জয়লাভ করেছেন ১৪ দলের শরিক প্রার্থী জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেন। মশাল প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। ১১২ কেন্দ্রে তানসেনের কাছে ৮৩৪ ভোটে পরাজিত হন হিরো আলম। এই আসনে ভোট পড়েছে ২৩ দশমিক ৯২ শতাংশ।


এদিকে, বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ১৪৩ কেন্দ্রে নৌকা প্রতীকে রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট। জাপার প্রার্থী নুরুল ইসলাম ওমর পেয়েছেন ছয় হাজার ৯৯৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ২৭৪ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল কুড়াল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮১১ ভোট। রাগেবুল আহসান রিপু নির্বাচিত হওয়ায় ১৯৭৩ সালের পর বগুড়া সদর আসনে নৌকা প্রথম জয় পেলো।

বিজ্ঞাপন

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ ফল ঘোষণা করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন বলেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন, দেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তিনি যা বলেন, তা করেন। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আমাকে সার্বিকভাবে সহযোগিতা করায় নির্বাচিত হয়েছি। এলাকার উন্নয়নে দলমত সবাইকে নিয়ে কাজ করবো।’

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বগুড়া-৪ ও ৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-৬ আসনের সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান হিরো আলম। তার বাড়ি এরুলিয়া পলিপাড়া গ্রামে। ভোট দেওয়ার পর হিরো আলম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘বগুড়া-৬ আসনে আগে থেকেই গোলযোগের আশঙ্কা করেছিলাম, সেটাই সত্যি হয়েছে। আমার নির্বাচনি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তবে বগুড়া-৪ আসনে ভোট সুষ্ঠু হচ্ছে। এভাবে সুষ্ঠু ভোট হলে এই আসনে আমিই বিজয়ী হবো।’

কোন কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এখন পর্যন্ত লাহিড়ীপাড়া ইউনিয়নের একটি কেন্দ্র থেকে নির্বাচনি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অন্য কেন্দ্রের নাম পরে জানাবো।’
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত