দুই অটোচার্জারের সংর্ঘষে যাত্রী নিহত
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৩ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯
বগুড়ার আদমদীঘিতে দুই অটোচার্জারের মুখোমুখী সংর্ঘষে আব্দুর রহমান(৭৯) নামের এক যাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৫টায় উপজেলা সদরের স্টেশন রোড মুক্তিযোদ্ধা স্কুলের সামনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,আদমদীঘি উপজেলা সদরের জোড়পুকুরিয়া গ্রামের মৃত মজো আকন্দের ছেলে আব্দুর রহমান আদমদীঘি বাসষ্ট্যান্ড থেকে একটি অটোচার্জার চড়ে তার নিজ বাড়ী জোড়পুকুরিয়া যাওয়ার পথে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে ওই অটোচার্জারটি উপজেলা সদরের স্টেশন রোড মুক্তিযোদ্ধা স্কুলের সামনে পৌছা মাত্র বিপরীত দিকে খেকে আসা অপর একটি অটোচার্জার সাখে মুখোমুখী সংর্ঘষ হলে অটোচার্জার যাত্রী আব্দুর রহমান গুরুত্বর আহত হয়।
এসময় স্থানীয়রা আহত আব্দুর রহমানকে উদ্ধার করে আদাদমীঘি হাসপাতালে নিলে সেখানে তার অবস্থার অবনতি হওযায় নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত