দিন না পেরোতেই ৪ লাখের বেশি লাইক তিশার ছবিতে

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২২, ১৫:০২ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ২০:২০

বুধবার রাত ৮টা ২৭ মিনিটে কন্যাসন্তানের মা হন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কিছুক্ষণ পরেই সে খবর জানিয়ে ফেসবুকে পোস্ট দেন ফারুকী, সঙ্গে মেয়েকে কোলে নিয়ে গর্বিত বাবার ছবি। হাসপাতালের বেড থেকে রাতে ছবিসহ একটি পোস্ট দেন তিশাও। শিশুর ইমোজিতে সদ্যোজাত মেয়ের মুখ ঢেকে পোস্ট করা তিশার ছবিটিও ভালোবাসা কুড়াল সহকর্মীদের।

বছর শেষে সুখবর জানানোর জন্য ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন অন্তঃসত্ত্বা তিশা। স্বামী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে হাস্যোজ্জ্বল সেই ছবি ৫ লাখ ৮৮ হাজার রিঅ্যাকশন পেয়েছিল, ৭৮ হাজারের বেশি মন্তব্যে শুভকামনা জানানো হয়েছিল এই দম্পতিকে। নতুন ছবিটিতেও পোস্ট করার ২১ ঘণ্টার মাথায় ৪ লাখ ৩১ হাজার লাইক পড়ে। মন্তব্য জড়ো হয় ৬৭ হাজার। 

আর ছবিটি শেয়ার হয় তিন হাজারবার। শুধু কি তাই? মা ও শিশুকে শুভকামনা জানিয়ে করা তারকাদের মন্তব্যগুলোতেও পড়েছে বিপুল পরিমাণ প্রতিক্রিয়া। অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরী লাভ ইমো দিয়ে ছবির নিচে লিখেছেন, ‘কনগ্র্যাচুলেশন ভাইয়া অ্যান্ড আপু’। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই মন্তব্যটিতে লাইক পড়েছে প্রায় ১০ হাজার। 

অপূর্বর লেখা মন্তব্য, ‘কনগ্র্যাচুলেশন’-এ লাইক পড়েছে প্রায় পাঁচ হাজার। ছোট পর্দার আরেক অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছবির নিচে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কনগ্র্যাচুলেশন আপু’, এতে লাইক পড়েছে প্রায় পাঁচ হাজার।’ এ ছাড়া শুভেচ্ছা জানিয়ে বন্যা মির্জা মন্তব্যে লিখেছেন, ‘ওলে...দুজনকে এত্ত এত্ত আদর’। নিউইয়র্ক থেকে টনি ডায়েসের মন্তব্য, ‘ওয়াও...গ্রেট, সো হ্যাপি টু নো...কনগ্র্যাচুলেশন।’

ফারুকী জানালেন, তিশা ও নবজাতক ইলহাম নুসরাত ফারুকী দুজনই ভালো আছেন। কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন, তা জানতে চাইলে ফারুকী বলেন, ‘শুক্রবার সিদ্ধান্ত নেব, কবে বাড়ি ফেরা যায়।’ ২০০৫ সাল থেকে তিশা–ফারুকীর প্রেম। ২০০৯ সালে ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তিশার। ২০১০ সালের ১৬ জুলাই তাঁরা বিয়ে করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত