দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন শেখ হাসিনা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১৮:৩০ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫২
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদীয় আসনে দলের মনোনয়ন ফরম জমা দিয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন শেখ হাসিনার পক্ষে তার নির্বাচনী এলাকার মনোনীত প্রতিনিধিরা। দলীয় কার্যালয়ের নিচতলায় তারা শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দেন।
এসময় আওয়ামী লীগ সভাপতির পক্ষে তার নির্বাচনী এলাকার মনোনীত প্রতিনিধি শহিদুল্লাহ খন্দকার, শেখ কবীর, আকরাম কাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনোনয়ন জমা দিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসে আসেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত