দক্ষিণ কোরিয়ায় এ বছর ৪ হাজারেরও বেশি কর্মী যাবে: রাষ্ট্রদূত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১৪:২১ |  আপডেট  : ২০ এপ্রিল ২০২৪, ০০:৪৯

ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুন জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় এ বছর ৪ হাজারেরও বেশি কর্মী যাবেন। বুধবার ৩১ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ [ডিকাব] ‘ডিকাব টক’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, আমরা দ. কোরিয়ায় আরো বাংলাদেশি কর্মী পাঠাতে আগ্রহী। কোভিডের প্রেক্ষিতে জনশক্তি প্রেরণ বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বর থেকে আবার পাঠানো শুরু করেছি। চলতি বছর জানুয়ারি - আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে ৩ হাজারেরও বেশি গেছে কর্মী গেছেন। এ বছর শেষে মোট ৪ হাজারেরও বেশি কর্মী যাবেন বলে আমরা আশা করছি।  কোরিয়াতে এখন ১০ হাজার বাংলাদেশি কর্মী আছেন। কোরিয়ায় বাংলাদেশি জনশক্তি কম হলেও বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে কোরিয়া ১০ নাম্বার অবস্থানে।

এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, কোরিয়া বাংলাদেশের বিভিন্ন খাতে সফট লোন সহায়তা দিয়ে আসছে। এই সফট লোন দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হবে। এ নিয়ে আমরা কাজ করছি। কোরিয়া বাংলাদেশের অবকাঠামো, আইসিটি, অ্যানার্জি, পরিবেশ, শিক্ষা ইত্যাদি খাতে সহযোগিতা দিতে আগ্রহী। আরো কোনো বিষয়ে বাংলাদেশ সরকার সহায়তা চাইলে, সেটা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার আগ্রহী হলে কোরিয়া বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা দিতে চায়। কোরিয়ায় ২৪টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আরব আমিরাতে আমরা ইতোমধ্যেই ৪টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা দিয়েছি।

এছাড়া মিশর, চেক রিপাবলিকসহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা দিচ্ছি।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত