দক্ষিণী সিনেমায় চিরঞ্জীবীর সাথে সালমান খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২২, ১৪:২৬ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ০১:০১

দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী কোনিডেলার সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের ভাইজান সালমান খান। এই ছবির মাধ্যমেই দক্ষিণী সিনেমায় নাম লেখান তিনি। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো বলিউডে ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া সালমান খান বিনে পয়সায় অভিনয় করেছেন দক্ষিণী সিনেমায়।

জানা গেছে, ছবির নির্মাতারা সালমানকে বিরাট অঙ্কের পারিশ্রমিক দেবেন বলে স্থির করেছিলেন। কিন্তু চিরঞ্জীবীর প্রতি শ্রদ্ধা ও ভালবাসার খাতিরে সালমান কোনো টাকা নিতে চাননি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে চিরঞ্জীবীকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সালমান খান। সেখানে তিনি বলেছেন, ‘আমার প্রিয় গুরু, আমি আপনাকে ভালোবাসি। শুনেছি গডফাদার অনেক ভালো করেছে। আপনার জন্য শুভ কামনা। ঈশ্বর আপনার সহায় হোক।

তিনি আরও বলেন, আপনি কি জানেন এই দেশ ও দেশের মানুষ অনেক শক্তিশালী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত