তীব্র গরমে পানি নিয়ে সাধারণ মানুষের পাশে পুলিশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:১১

তীব্র দাবদাহে পথচারী, রিকশাচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে ভাটারা থানা পুলিশ।

ভাটারা থানার প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে অস্থায়ী 'ওয়াটার বুথ'। এ বুথ থেকেই পথচারী, রিকশাচালক, শিক্ষার্থী ও শ্রমিকসহ সব পেশার মানুষ বিনামূল্যে সুপেয় পানি পান করতে পারছেন। প্রয়োজনে দেওয়া হচ্ছে ওরস্যালাইনও। এ বুথেও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন ভাটারা থানার পুলিশ সদস্যরা।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ডিএমপি পুলিশ কমিশনারের নির্দেশক্রমে ভাটারা থানা এলাকায় পথচারী, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। এই প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড দাবদাহ থেকে সাধারণ মানুষের কষ্ট নিবারণ করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশুদ্ধ পানি সাধারণত পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পথচারী ও অন্যান্যদের মধ্যে সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়। দাবদাহ যতদিন চলবে আমরাও আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। আমাদের একটা ছোট ইনিশিয়েটিভ একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বড় ভূমিকা রাখবে। 

এর আগে গরমে পথচারীদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  ডিএমপি জানায়, বৈশাখের খরতাপে কয়েক দিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তীব্র গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষকে একটু স্বস্তি দিতে ডিএমপির সব থানা পুলিশ তাদের এলাকায় জনসাধারণের মধ্যে সুপেয় পানি বিতরণ করছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।  

এর আগে গত শুক্রবার ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, ঠান্ডা পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি সাধারণ নগরবাসীর সেবায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান। এরপরই ঠান্ডা পানির বোতল, ভ্রাম্যমাণ পানির ট্যাংক স্থাপন ও লেবুর শরবতসহ খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ান থানা পুলিশ সদস্যরা।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত