তারেক রহমান এর নির্দেশে সকল পূজামণ্ডপে দলীয় নেতা-কর্মীরা পাহাড়ায় থাকবেন- খোকন তালুকদার

  এসআর শফিক স্বপন, , মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮ |  আপডেট  : ১৫ অক্টোবর ২০২৫, ১৭:১২

কালকিনি উপজেলার ২৩ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গুম ফেরত সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর নির্দেশে সকল পূজামণ্ডপে বিএনপির দলীয় নেতা-কর্মীরা পাহাড়ায় থাকবে। তিনি আরো বলেন জনগনের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসলে হিন্দু সম্পদায়সহ দেশের মানুষ যেকোন সময়ের চেয়ে ভালো থাকবে ইনশাআল্লাহ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শারদীয় দুর্গা পুজা উৎসমূখর করতে প্রতিটি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সি,উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল,সাধারণ সম্পাদক প্রমথ মন্ডল, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন,ওলামা দলের সভাপতি মোশারফ হাওলাদার,সাবেক ছাত্রদল নেতা জসিম উদ্দিন, যুবদল নেতা শামীম মোল্লা,উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, পৌরসভা যুবদল নেতা কাওসার হোসেন নান্না,তুহিন হাওলাদারসহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

এসময় কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন আরো বলেন সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ ১৭টি বছর হামলা,মামলা ও নির্যাতনের শিকার ও দলীয় বহু নেতাকর্মির প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। আমার জীবনের বিনিময় হলেও এদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাআল্লাহ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত