তারেক জিয়া কিভাবে দেশের মানুষের পাশে দাড়াবে -চীফ হুইপ
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১৬:১৫ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১১:৪৩
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, যাদের নিজেদের দলের মধ্যে গণতন্ত্র নেই, নিজেদের দলের মধ্যে যাদের কোন নিয়ম-কানুন নেই, মা মৃত্যুমুখে জেনেও যে ছেলে (তারেক জিয়া) দেখতে আসেনি, ছোট ভাইকে কবর পর্যন্ত দিতেও যে আসেনি সে কিভাবে দেশের মানুষের পাশে দাঁড়াবে। সে আপনাদের বিপদে বিদেশ থেকে যে আসবে একথা পাগলেও বিশ্বাস করবে না। এটা কখনোই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। শনিবার মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয়ের নমনির্মিত বহুতল ভবন উদ্বোধন শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।
এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চেীধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন। এদিন চীফ হুইপ পৌরসভার খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন। পরে ডা: আবদুল লতিফ খান ক্রীড়া চক্র উদ্বোধন করেন।
এসময় চীফ হুইপ আরো বলেন, হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেবের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির নেতা বানানো হয়েছে। কিন্তু এরশাদ সাহেবের ভাই (জিএম কাদের) ভাবীর সাথে বেইমানি করছে। হঠাৎ করে চিঠি দিয়ে বলে ভাবীর পোষ্ট থাকবে না, ভাবীকে নেতা হিসেবে মানি না। যে ভাইয়ের কারনে জিএম কাদের সাহেব বারবার মন্ত্রী হয়েছেন । যে ভাইয়ের কারনে আপনি দলের নেতা হয়েছেন আজকে সেই ভাইয়ের স্ত্রীকে আপনি মানেন না। তাই ভবিৎষতে আপনি চেয়ার পেলে কি করবেন তা মানুষ বুঝে। যে নিজের ভাবীর সাথে বেইমানি করতে পারে সে বাংলাদেশের সাথেও বেইমানি করতে পারে। তাই যাদের নিজের দলের উপর আস্থা নেই, নিজের পরিবারের উপর আস্থা নেই তারা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত