ঢাকা-মাওয়া মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল

  লৌহজং ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৪, ০০:১৩

 ঢাকায় বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে  লৌহজংয়ের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে ।  ঢাকা-মাওয়া মহসড়ক সহ লৌহজং থেকে ঢাকা প্রবেশের বিভিন্ন লিংক রোডে নিরাপত্তা নিরাপত্তা জোরদারসহ বসানো হয়েছে নিরাপত্তা তল্লাসী চৌকি ও চেকপোস্ট । এদিকে  বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশের তল্লাসী সহ টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে । তবে শনিবার সকাল থেকে ঢাকা-মাওয়া মহাসড়ক ছিলো ফাঁকা, দুরপাল্লার কোন বাস, লেগুনা, সিএনজি চলাচল করতে দেখা যায়নি । তবে পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন পদ্মা সেতুর টোল প্লাজায় ফরিদপুর ও শরীয়তপুর গামী কিছু যাএী সাধারন কে অপেক্ষা করতে দেখা গেছে বেলা ১২ টার দিকে দক্ষিন বঙ্গে যাওয়ার জন্য । ঢাকা- মাওয়া মহাসড়কে কিছু মোটর যান ও অটো চলাচল করতে দেখা গেছে । শনিবার ভোর থেকে লৌহজংয়ের গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে পুলিশের টহল অব্যাহত রাখা হয়েছে । 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত