ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে জোরপূর্বক প্রবেশের ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ১০:২৮ | আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২২:২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলে জোরপূর্বক শিক্ষার্থীদের প্রবেশের ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে হলে অবস্থানকারী সকল শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে।
শনিবার (২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, অমর একুশে হলে শিক্ষার্থীদের প্রবেশের ঘটনা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অমান্য করে পানি, বিদ্যুৎ সংযোগ দেওয়ার ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে। সাত কর্মদিবসের তদন্ত রিপোর্ট প্রদান করবে। যেখানে এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের সুপারিশ থাকবে। একইসঙ্গে হলে অবস্থানকারী সবাইকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত