ডেঙ্গুতে একদিনে আরও ১২ জনের মৃত্যু

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০২ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৮:৩৩

ডেঙ্গুতে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ২,১২৯ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৭৯০ জনের।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯,৮৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪,০১৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫,৮৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
শুক্রবার আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৩ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২৮৬ জন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত