ডাসারে ছাত্রলীগ নেতাকে খাটের নীচ থেকে উদ্ধার ভিডিও ভাইরাল

প্রকাশ: ৭ মে ২০২৫, ১৭:৩৭ | আপডেট : ৮ মে ২০২৫, ০৮:৫৪

মাদারীপুরের ডাসারে মো. জহিরুল ইসলাম-(২৮) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে খাটের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। সম্প্রতি এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জহিরুল ইসলাম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করে আসছেন।
বুধবার সকালে ওই ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরালের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন একাধিক ফেসবুক ব্যবহারকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে,নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম পরকীয় প্রেমের সম্পর্কের সূত্রে ধরে স¤প্রতি এক গৃহবধুর সাথে তার নিজ বসতঘরে যান। এসময় ওই গৃহবধুর স্বামী বাড়িতে আসলে ছাত্রলীগ নেতা জহিরুল একটি খাটে)র নিচে লুকিয়ে থাকেন। পরে খাটের নিচ থেকে ওই গৃহবধুর স্বামী ছাত্রলীগ নেতা জহিরুলকে বের করেন এবং পরকীয়ার ঘটনাটি ওই গৃহবধুর স্বামী ভিডিও করেন। পরে ওই ছাত্রলীগ নেতার পরকীয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
মাদারীপুরের বাসিন্দা শরিফুল ইসলাম সুজন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পরকীয়ার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগ নেতাকে খাটের নীচ থেকে বের করছেন একজন গৃহবধূর স্বামী। নিষিদ্ধ হওয়ার পরও ওদের অপকর্ম কমেনি।
এ ব্যাপারে অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো.জহিরুল ইসলাম বলেন,আমি এক প্রতিবন্ধী স্কুলে চাকুরী করতাম। আমার কলিগ বন্ধুর ইনভাইটেশনে ওই গৃহবধুর ঘরে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখানে হ্যারেজমেন্টের স্বীকার হয়েছিলাম। তবে ওই গৃহবধূর খাটের নিচে লুকিয়ে থাকার বিষয় কোন সদুত্তর দিতে পারেনি ওই ছাত্রলীগ নেতা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত