ট্রেন অটো সংর্ঘষ প্রাণ গেলো অটো চালকের

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১৩:৫৪ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ২৩:৩৮

কাউনিয়ায় তকিপল বাজার রেলগেটে ট্রেন অটো সংর্ঘষে প্রান গেলো অটো চালক মাহবুবুর রহমান (৪৭) এর। এঘটনায় ২৪ ঘন্টা গেটম্যানের দাবীতে রংপুর এক্সপ্রেস ট্রেন আটক করে দেয় উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তপিকল বাজার রেল ক্রসিং এ অটো রেল লাইন পার হওয়ার সময় এলআর ৬২ ট্রেনের ধাক্কায় অটো চার্জার দুমরে মুচরে যায়, এতে অটো চালক মাহবুবুর রহমানের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অটো চালক মাহবুবকে প্রথমে কাউনিয়া মেডিকেলে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সারে দশটার দিকে সে মারা যায়। নিহত মাহাবুব বালাপাড়া ইউনিয়নের খোপাতি বেটু বাড়ি গ্রামের মৃত আঃ করিম এর পুত্র বলে জানাগেছে। শনিবার গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া স্টেশন মাষ্টার হোসনে মোবারক। এঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা শুধু দিনের বেলা নয়, ২৪ ঘন্টাই গেটম্যানের দাবীতে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে দেয়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ দ্রুত ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও কাউনিয়া ষ্টেশন মাষ্টার উত্তেজিত জনতার সাথে আলোচনায় বসলে কাউনিয়া স্টেশন মাস্টার হোসনে মোবারক ২৪ ঘন্টাই তপিকল বাজার রেল ক্রসিং এ গেটম্যান থাকবে বলে ঘোষনা দিলে উত্তেজিত জনতা রংপুর এক্সপ্রেস ট্রেনটিকে ৩৫ মিনিট পর ছেড়ে দেয়। কাউনিয়া উপজেলায় অধিকাংশ রেলক্রসিং গুলো থাকে অরক্ষিত। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত