ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে গ্রেফতার-১
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১১:৪৯ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ০৮:৩১
আদমীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে অনলাইনে ট্রেনের টিকিট কিনে কালোবাজারী করে বেশি দামে বিক্রির সময় সুমন হোসেন নামের এক কালোবাজারীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। তার নিকট থেকে নীলসাগর ট্রেনের পাঁচটি টিকিট জব্দ করা হয়। গত রোববার (২০ আগস্ট) রাতে তাকে সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার থেকে গ্রেফতার করা হয়। সে আদমদীঘ সান্তাহার চা বাগান এলাকার নুর ইসলামের ছেলে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন যাবত একটি চক্র কাউন্টার হতে ট্রেনের টিকিট ক্রয় করে কালোবাজারীর মাধ্যমে যাত্রী সাধারণের কাছে উচ্চমূল্যে বিক্রি করতো। গত রোববার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রী সাধারনের কাছে কালোবাজারীর মাধ্যমে আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট উচ্চদামে বিক্রি করা কালে সুমন হোসেনকে ৫টি ট্রেনের টিকিটসহ গ্রেফতার করা হয়েছে। পরদিন গতকাল সোমবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি মোক্তার হোসেন জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত