ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, এক ইরানি অভিযুক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৪, ১০:০২ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দেশটিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ইরানের এক নাগরিককে অভিযুক্ত করেছে। মার্কিন বিচার বিভাগ শুক্রবার বলেছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) ফরহাদ শাকেরি (৫১) নামের ওই ব্যক্তিকে ট্রাম্পকে হত্যা করার আদেশ দিয়েছিল। খবর রয়টার্সের। 

আগামী বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। গত জুলাইতে ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হন। সেইসময় কানে গুলিবিদ্ধ হন ট্রাম্প। 

মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে যে গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য ইরানি কর্তৃপক্ষ তাকে দায়িত্ব দেয়। তবে তিনি দাবি করেছেন যে, আইআরজিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা ছিল না তার।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, শাকেরি ইরানের রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে যুক্ত। তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৮ সালে তাকে ইরানে ফেরত পাঠানো হয়েছিল।

আইআরজিসিকে অনেক আগেই সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।এ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-র পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, ফরহাদ শাকেরির অভিযুক্তের মাধ্যমে বোঝা যাচ্ছে, ইরান মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে। যাদের মধ্যে  ট্রাম্পসহ অন্যান্য নেতাও রয়েছেন। 

ক্রিস্টোফার রে আরও বলেছেন, আইআরজিসি ক্রিমিন্যাল ও হিটম্যানদের সঙ্গে আঁতাত করে যুক্তরাষ্ট্রে আমেরিকানদের হত্যার ষড়যন্ত্র করছে। এটা কোনোভাবেই সহ্য করা হবে না। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত