ট্রাকচাপায় রাবি ছাত্র নিহতের ঘটনায় চালক-হেলপার আটক
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৭ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে চাপা দেয়া ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।নগরীর কাশিয়াডাঙ্গার বালিয়া থেকে বুধবার (২ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে তাদেরকে আটক করা হয়।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের পাথর বহনকারী ট্রাকের চাপায় প্রাণ হারান চারুকলা অনুষদের ছাত্র মাহমুদ হাবিব হিমেল। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দেয়। পরে তারা রাজশাহী-ঢাকা মহাসড়ক ও ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে। গভীর রাতে সিটি মেয়র ও ভিসি গিয়ে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে মিলের মরদেহ নাটোর পাঠানো হয়। এর আগে সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ ক্যাম্পাসে নেয়া হয়। এ বিষয়ে এখনও মামলা না হলেও আজকের দিনের মধ্যে মতিহার থানায় মামলা করার কথা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত