টানা বৃষ্টিতে রংপুরে জলাবদ্ধতা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ২০:১৪
বাণিজ্যমন্ত্রীর এলাকা কাউনিয়ার প্রাণকেন্দ্র বালিকা বিদ্যালয় মোড় থেকে থানা রোডটি কয়েকদিনে টানা বৃষ্টিতে নতুন নদীতে পরিনত হয়েছে। সংস্কার ও ড্রেন ণির্মান না করায় চরম জনদূর্ভোগ শুরু হয়েছে। বালিকা বিদ্যালয় গেটের সামনে অল্প বৃষ্টিতেই হাটু পানি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে বালিকা বিদ্যালয় মোড় থেকে তকিপল বাজার যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ রাস্তাটি টানা বৃষ্টিতে পানি জমে একাকার হয়েছে। আশেপাশের দোকানগুলোতে দোকান গুলোতে প্রবেশ করছে। ফলে অনেক দোকানের মালামাল পানিতে ভিজে ব্যাপক ক্ষতি হচ্ছে। পানি বাহির হতে না পারায় জনদুর্ভোগ তীব্র আকার ধারন করেছে। জনসাধারন এ রাস্তা দিয়ে বৃষ্টির সময় চলাচল করতে পারে না।
বালিকা বিদ্যালয় মোড়ের ব্যবসায়ী নুরুজ্জামান, জসিম, সুমন, শাহ আলম, রতন জানান বৃষ্টির দিনে রাস্তায় পানি জমায় ভারি যান বাহন চলা চলের সময় দোকানে পানি প্রবেশ করে দোকানের অনেক ক্ষতি হয়। এছারাও গ্রাহক এই রাস্তা দিয়ে আসতে চায় না এবং তাদের ব্যবসা মন্দা যাচ্ছে। কয়েক বছর থেকে শুধু শুনি রাস্তা ও ড্রেনের কাজ হবে কিন্তু বাস্তবতা দেখছি না। রিক্সা ও অটো চালকরা জানায় এই রাস্তা দিয়ে যেতে তাদের রিক্সা ভ্যান, অটো ভেঙ্গে দুর্ঘটনায় পড়তে হয়।
উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামন জেমি জানান, ৬৫ লাখ টাকা ব্যায়ে ড্রেন নির্মাণের ডেন্ডার হয়েছে, ঠিকাদারী প্রতিষ্ঠান খায়রুল কবীর রানা, আকাশ ভাল হলেই কাজ শুরু করবে, আর রাস্তাটি সংস্কারের টেন্ডার প্রক্রিয়াধিন রয়েছে। নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, রাস্তাটির পানি নিষ্কাশনের ড্রেনের ডেন্ডার হয়েছে রাস্তা সংস্কারের টেন্ডার ও প্রক্রিয়াধিন। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে। গুরুত্বপূর্ণ রাস্তাটির পানি দ্রুত নিস্কাশন ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবী জানিয়েছে ব্যবসায়ীসহ এলাকাবাসী।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত