টঙ্গীবাড়ীতে ৪০তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১০:০০ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১০:২০
মুন্সীগঞ্জ জেলা হতে ৪০তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করেছে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গড়া সংগঠন ‘একুশ বিক্রমপুর টঙ্গীবাড়ী’। শনিবার বিকেল ৪ টায় টঙ্গীবাড়ী উপজেলার মোকামখোলা পাল্কী কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনটি মিলনমেলায় পরিনত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। সভাপতিত্ব করেন একুশ বিক্রমপুর টঙ্গীবাড়ীর সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ। অনুষ্ঠানের শুরুতে জেলা হতে ৪০তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন ও শুভেচ্ছা বিনিময় করেন অতিথিবৃন্দ।
মুন্সীগঞ্জ জেলা হতে ৪০তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তরা হলেন- টঙ্গীবাড়ী উপজেলার মাহবুব আলম খান (বিসিএস-লাইভ স্টোক), শ্রীনগর উপজেরার মুনিয়া আক্তার (বিসিএস-শিক্ষা), গজারিয়ার সাফিয়াল মজনাবিন তন্ময় [বিসিএস-টেক্স), টঙ্গীবাড়ীর আব্দুল্লাহ্ আল রহমান [বিসিএস-শিক্ষা), শ্রীনগর উপজেলার অনন্ন্যা নুশরাত [বিসিএস-প্রশাসন), সিরাজদিখান উপজেলার আশিক অনিক [বিসিএস-কাস্টমস্), লৌহজং উপজেলার নাদিম পারভেজ নাঈম [বিসিএস-শিক্ষা), টংগিবাড়ী উপজেলার নাহিদ ফাতেমা বিথী [প্রশাসন), গজারিয়া উপজেলার রহমদ উল্লাহ [বিসিএস-লাইভ স্টোক), টঙ্গীবাড়ী উপজেলার রায়হান হোসেন [বিসিএস-শিক্ষা), একই উপজেলার সাবিনা ইয়াসমিন [শিক্ষা), মুন্সীগঞ্জ সদর উপজেলার সবুজ আহমেদ, শ্রীনগর উপজেলার সৌরভ দত্ত¡ (বিসিএস-কাস্টমস্), মুন্সীগঞ্জ সদর উপজেলার শ্যামন্ত ভৌমিক (লাইভ স্টোক) ও টংগিবাড়ী উপজেলার জাহিদুল ইসলাম (শিক্ষা)।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অল কেডার মুন্সীগঞ্জ এসোসিয়েশনের সভাপতি সাবেক সচিব দুলাল কৃষ্ণ সাহা, সাবেক অতিরিক্ত সচিব কে. এম তরিকুল ইসলাম, বুয়েটের সাবেক শিক্ষক ও সিউর ক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত হোসেন, রাজউকের সুপারিটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাছিমা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকান্দার বেপারী, আব্দুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান রহিম মিয়া, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, যশলং ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন খান বাবু, বেতকা ইউনিয়নের চেয়ারম্যান রোকনুজ্জামান শিকদার রিগ্যান, ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক বেপারী, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের সভাপতি মুজিবুর রহমান,আড়িয়ল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দ্বীন ইসলাম, বেতকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুমন সরকার, বেতকা ইউনিয়নের সভাপতি জাহিদ আলম বাচ্চু শিকদার, বজ্রযোগনী জে, কে উচ্চ বিদ্যালয়ে আইয়ূব হোসেন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত