টঙ্গিবাড়ীতে মেয়েকে দেখতে এসে মার খেয়ে জ্ঞান হারালেন বাবা
প্রকাশ: ১ মে ২০২১, ১৫:৪৩ | আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৮
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কান্দাপাড়া গ্রামে নিজ মেয়েকে দেখতে এসে মার খেয়ে জ্ঞান হারিয়েছে পিতা শাহিনুর শিকদার (৩২)। পরে মারাত্মক আহত তাঁকে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত শাহিনুর শিকদার এর মাথায় ৪টি শেলাই দেওয়া হয়েছে।
আজ শনিবার (১ মে) বেলা ১২ টার দিকে উপজেলার কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ৮ বছর আগে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর গাঁও গ্রামের ফালান শিকদার এর ছেলে শাহিনুর শিকদারের সাথে টঙ্গিবাড়ী উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত সিরাজ মোড়লের মেয়ে শিলা বেগমের পারিবারিকভাবে বিবাহ হয়। পরে নানাবিধ কারনে তাদের দাম্পত্য জীবনের বিবাহ বিচ্ছেদ ঘটে। বৈবাহিক জীবনে তাদের সাহারা (৬) নামের একটি কন্যা সন্তান রয়েছে।
শনিবার শাহিনুর তাঁর মেয়ে সাহারাকে দেখতে টঙ্গিবাড়ী উপজেলার কান্দাপাড়া গ্রামে আসলে তাঁর সাবেক স্ত্রীর বড় ভাই আলামিন (৩১), দিদার মোড়ল (২৫), স্ত্রী শিলা বেগম (২৬), শাশুড়ি লুৎফা বেগম (৪৮) কাঠের দাসা লোহার রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম পরে। এ সময় শাহিনুর জ্ঞান হারিয়ে ফেললে এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন।
এ ঘটনায় আহত শাহিনুর বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শাহিনুর শিকদার জানান, আমি আমার মেয়েকে দেখতে ও কিছু টাকা দেওয়ার জন্য আসলে আসার সাথে সাথে ওরা আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে। এ সময় আমি জ্ঞান হারিয়ে ফেললে ওদের বাড়ির পাশের লোকজন আমায় হাসপাতালে নিয়ে আসে।
টঙ্গিবাড়ী থানা ওসি হারুন অর রশিদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত