টঙ্গিবাড়ীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান ওয়াহিদ

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১ মার্চ ২০২৩, ১১:২৬ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের উপনির্বাচনে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ। তিনি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দাখিল করেছিলেন। গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা ও টঙ্গিবাড়ী উপজেলা উপনির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে আওয়ামী লীগের তিন নেতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী হলেন ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ। দুই বিদ্রোহী প্রার্থী ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি ও সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল।

দাখিল কৃত মনোনয়ন যাচাই বাছাই শেষে গত ২০ ফেব্রুয়ারী স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাচ্চু মাঝি ও ঋণ খেলাপের অভিযোগে রুবেলের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা। পরে তাঁরা এ ব্যাপারে আপিল করলে গত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানি শেষে আপিলেও তাঁদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। পরদিন উচ্চ আদালতে রিট করলে সেই রিটও খারিজ হয়ে যাওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদকে বেসরকারি ভাবে জয়ী ঘোষণা করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত