ঝুলন গোস্বামীর শহরে আনুশকা শর্মা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১৫:৫৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ২১:২৯
ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের দৃশ্য ধারণ করতে এখন কলকাতায় আছেন আনুশকা শর্মা। সেই ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে আনুশকা অভিনীত সর্বশেষ ছবি ‘জিরো’। এরপর বিয়ে, মাতৃত্বকালীন বিরতি মিলিয়ে অনেক দিন পর্দায় নেই অভিনেত্রী। ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে ‘চাকদা এক্সপ্রেস’ দিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি। ভারতীয় পেসার ঝুলন গোস্বামীর জন্ম পশ্চিমবঙ্গের চাকদায়। ছবির শুটিংয়ে তাই ঝুলনের শহর কলকাতায় এসেছেন আনুশকা।
ছবির শুটিং হচ্ছে ইডেন গার্ডেনসে। প্রসিত রায় পরিচালিত ছবিটির জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিয়েছেন আনুশকা। পেস বোলারদের মতো হয়ে উঠতে ভারত ও যুক্তরাজ্যে নিবিড় অনুশীলন করেছেন তিনি। ছবিটি নিয়ে আগে দেওয়া এক সাক্ষাৎকারে আনুশকা বলেছিলেন, ‘ছবিটির চিত্রনাট্য দুর্দান্ত। নারী ক্রিকেট নিয়ে এটা আমার চোখ খুলে দিয়েছে। আমি নিশ্চিত, দর্শকেরও এটা ভালো লাগবে
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত