ঝিকুট ফাউন্ডেশনের শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:২৩ |  আপডেট  : ১৮ অক্টোবর ২০২৫, ১২:২২

রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে ঝিকুট ফাউন্ডেশনের শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ঝিকুট ফাউন্ডেশনের অফিসিয়াল প্যাডে ২০২৩ সালে কেন্দ্রীয় পরিষদের ফাহাদ ও ২০২৪ সালে সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনকে শ্রেষ্ঠ সদস্য হিসেবে ঘোষণা করা হয়। এতে ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি স্বাক্ষর করেন।

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম বলেন একতা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ মূলমন্ত্র এবং পরিবর্তমান পদযাত্রা স্লোগান নিয়ে আশরাফ ইকবাল ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ব্যতিক্রমী সংগঠন ঝিকুট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর থেকে আমরা প্রতি বছর একজনকে শ্রেষ্ঠ সদস্য ঘোষণা করি। ২০ সালে ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল, ২১ সালে কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের ও ২২ সালে অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশারকে শ্রেষ্ঠ সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন ২০ সাল থেকে ২৪ সাল পর্যন্ত ৫ জন সবদিক থেকে সর্বোচ্চ অবদান রাখায় আমরা তাদেরকে শ্রেষ্ঠ সদস্য হিসেবে পদক, সনদ ও সম্মাননা স্মারক তুলে দিবো। আগামী ২০ সেপ্টম্বর ২০২৫ খ্রি ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হবে। সেখানেই তাদের ফুল দিয়ে বরণ করা হবে।

প্রধান উপদেষ্টা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন বলেন সৃজনশীল সংগঠন ঝিকুট ফাউন্ডেশন একটি অনন্য সংগঠন। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে ব্যাপক কাজ করে দ্বিতীয় আর কোনো সংগঠন এ এলাকায় নেই। আর এ সংগঠনের শ্রেষ্ঠ ৫ জন বাছাই করতে পেরে আমরা যারপরনাই আনন্দিত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত