ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, স্বস্তিতে জেলেরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩০

ফাইল ছবি

গভীর সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। তাই কমছে দামও। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে গত সপ্তাহের তুলনায় আকার ভেদে মণ প্রতি ইলিশের দাম কমেছে ৩-১৫ হাজার টাকা।

মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকাররা জানান, গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশের মণ ছিল ৫৫ থেকে ৬০ হাজার টাকা। যা বর্তমানে ৪০ থেকে ৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশ গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৫-১৬ হাজার টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১২-১৩ হাজার টাকায়।

এমন অবস্থা চলতে থাকলে লোকসান কাটিয়ে উঠতে পারবে, আশা ব্যাক্ত করে সংশ্লিষ্টরা।
 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত