জীবন সংকটে আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১৬:২৪ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১০:১২

১৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দিন দিন তাঁর অবস্থার অবনতি হচ্ছে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর হৃদ্‌রোগেও আক্রান্ত হন ঐন্দ্রিলা। আজ বুধবার সকালে পরপর কয়েকবার হার্ট অ্যাটাক করেন অভিনেত্রী। এখন অভিনেত্রীকে রাখা হয়েছে ‘সিপিআর’ সাপোর্টে। তবে এত দিন পর সিপিআরে সাড়া দিয়েছেন ঐন্দ্রিলা। 

গত সোমবার রাত থেকে ঐন্দ্রিলার রক্তচাপ ওঠানামা করছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্তচাপ ওঠানামা করায় ভেন্টিলেশনের প্রেশার বাড়িয়ে দেওয়া হয়েছিল। ১ নভেম্বর ব্রেন স্ট্রোক করে কলকাতার হাওড়ার একটি হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা।

তখন চিকিৎসকেরা জানান, স্ট্রোকের ফলে ঐন্দ্রিলার মাথায় রক্ত জমাট বেঁধেছে। গতকাল মঙ্গলবার আবার ঐন্দ্রিলার ব্রেন স্ক্যান করা হয়। সেই রিপোর্টে দেখা যায়, স্ট্রোকের পর ঐন্দ্রিলার মাথার যেদিকে অস্ত্রোপচার করা হয়েছিল, তার উল্টা পাশে ছোট ছোট ক্লটে রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসকেরা জানান, এই ক্লটগুলো এতই ছোট যে অপারেশন করা যাবে না। এগুলো ওষুধের মাধ্যমেই গলিয়ে ফেলতে হবে।

এ সংক্রমণ চিন্তা বাড়িয়ে দিয়েছে চিকিৎসকদের। আগের ওষুধ বদলে এই অভিনেত্রীকে দেওয়া হয়েছে নতুন অ্যান্টিবায়োটিক। সংক্রমণের সঙ্গে তাঁর শরীরে জ্বরও রয়েছে। পরিস্থিতি আগের থেকে সংকটাপন্ন। তাই বাড়তি সতর্কতার সঙ্গে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত সপ্তাহে ঐন্দ্রিলার সুস্থ হওয়ার একটা আশা দেখা গিয়েছিল। কিন্তু সপ্তাহ ঘুরতেই বেড়ে গেল উদ্বেগ। অভিনেত্রীর কাছের মানুষ, সতীর্থ, ভক্তরা এখন চিন্তিত। সবাই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। ঐন্দ্রিলার শরীর নিয়ে কোনো সঠিক তথ্য দিতে পারছেন না চিকিৎসকেরা। ঐন্দ্রিলার বয়স যেহেতু কম, তাই তিনি রোগের সঙ্গে লড়তে পারবেন বলে আশা করছেন চিকিৎসকেরা।

দুবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। সুস্থ হওয়ার পর ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন। তাঁর ক্যানসার জয়ের গল্প অনুপ্রাণিত করেছিল ভক্তদের। ভক্তরা আশা করছেন, এবারও ফিরে আসবেন ঐন্দ্রিলা এবং আবারও তাঁদের শোনাবেন অনুপ্রেরণার গল্প।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত