জিয়াকে বিদেশে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৩, ১৭:৫৫ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ০৫:৪৬

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান।

ফলকার টুর্ক চিঠিতে উল্লেখ করেন, ‘আমি তাঁকে [খালেদা জিয়া] মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আপনার [শেখ হাসিনা] সরকারের প্রতি আহ্বান জানাই; যাতে তিনি দেশের বাইরে জরুরি ও বিশেষ চিকিৎসাসেবা নিতে পারেন।’

চিঠিতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তি দুই পক্ষের রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

ফলকার টুর্ক অবৈধভাবে বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে আটক করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এভাবে আটক করা হলে তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছর ধরে ক্ষমতায় আছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পশ্চিমাদের চাপের মুখে আছেন তিনি। নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপি আবারও ক্ষমতায় ফিরতে পারে। আগামী জানুয়ারিতে ওই নির্বাচন হতে পারে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত