জাতীয় সমাজসেবা দিবসে সম্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সাথী সমাজকল্যান সংস্থার সভাপতি সুব্রত দাস রনক

  সুব্রত দাস রনক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩, ১৪:৪৪ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৫২

মুন্সিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জাতীয় সমাজসেবা দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় সমাজসেবা দিবসে সম্মাননা ২০২৩ দেওয়া হয়েছে। গতকাল সোমবার মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় মুন্সিগঞ্জ আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস দিবস-২০২৩ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে ভিভিন্ন অবদানের জন্য নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী সংগঠনদের কে এ পুরস্কার দেওয়া হয়। বাল্যবিবাহ রোধে জনসচেতনতা সৃস্টি ও নারী নির্যাতন প্রতিরোধ ক্যাটাগরির মধ্যে বিশেষ অবদানের জন্য সিরাজদিখান সাথী সমাজকল্যান সংস্থার।


সভাপতি সুব্রত দাস রনকের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন। মুন্সিগঞ্জ জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ নূরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল হাসান,মুন্সিগঞ্জ সিভিল সার্জেন মোঃ মঞ্জুর আলম,মুন্সিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী পরিচালক মাহবুবুল আলম।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত