জাতীয় সমাজসেবা দিবসে সম্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সাথী সমাজকল্যান সংস্থার সভাপতি সুব্রত দাস রনক

প্রকাশ : 2023-01-03 14:44:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জাতীয় সমাজসেবা দিবসে সম্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সাথী সমাজকল্যান সংস্থার সভাপতি সুব্রত দাস রনক

মুন্সিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জাতীয় সমাজসেবা দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় সমাজসেবা দিবসে সম্মাননা ২০২৩ দেওয়া হয়েছে। গতকাল সোমবার মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় মুন্সিগঞ্জ আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস দিবস-২০২৩ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে ভিভিন্ন অবদানের জন্য নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী সংগঠনদের কে এ পুরস্কার দেওয়া হয়। বাল্যবিবাহ রোধে জনসচেতনতা সৃস্টি ও নারী নির্যাতন প্রতিরোধ ক্যাটাগরির মধ্যে বিশেষ অবদানের জন্য সিরাজদিখান সাথী সমাজকল্যান সংস্থার।


সভাপতি সুব্রত দাস রনকের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন। মুন্সিগঞ্জ জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ নূরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল হাসান,মুন্সিগঞ্জ সিভিল সার্জেন মোঃ মঞ্জুর আলম,মুন্সিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী পরিচালক মাহবুবুল আলম।