জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নন্দীগ্রামে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা   

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১৩:৫৩ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০১:০২

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে এবার জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল বারীক প্রমুখ। সেসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত