জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত ৩৪ সদস্যের স্মরণসভায় দাঁড়িয়ে নীরবতা পালন 

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১১:৩৭ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ২৩:৪৯

জাতীয় প্রেস ক্লাব গত এক বছরে প্রয়াত ৩৪ সদস্যের স্মরণে গতকাল বুধবার ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্মরণসভা করেছে। প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, হাসান হাফিজ, আশরাফ আলী, নাসিমুন আরা হক মিনু, ডা. রুকাইয়া খাতুন প্রমুখ। আলোচকরা প্রয়াত সাংবাদিকদের কর্ম জীবনের অবদান তুলে ধরেন।

সভার শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রয়াত সদস্যরা হচ্ছেন- হাসান শাহরিয়ার, জাহিদুজ্জামান ফারুক, এ ইউ এম ফখরুদ্দিন, ফকীর আব্দুর রাজ্জাক, আবুল হাসনাত, সৈয়দ আবুল মকসুদ, আতিকুল্লাহ খান মাসুদ, খন্দকার মুনীরুজ্জামান, সৈয়দ শাহজাহান, মিজানুর রহমান খান, সৈয়দ লুৎফুল হক, নুরুল হুদা, কাইয়ুম খান মিলন, খোন্দকার শাহাদাত হোসেন, শহিদুজ্জামান খান, খোন্দকার ফজলুর রহমান ফিউরি, হামিদুজ্জামান রবি, এরশাদুল হক, লুৎফুর রহমান বীনু, বজলুল করিম, শাহীন রেজা নূর, হান্নান খান, আবদুর রহিম, হুমায়ুন সাদেক চৌধুরী, খোন্দকার আতাউল হক, হিলালী ওয়াদুদ চৌধুরী, আহমদ আখতার, আতিয়ার রহমান আতিক, এ জেড এম আনাস, রফিকুল আলম, এনামুল হক, মুহীউদ্দিন আহম্মদ, রুহুল কুদ্দুস, গোলাপ মুনীর।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত