জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১৫:৫০ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০২:৪৯
আজ ২২ অক্টোবর শনিবার জেলা প্রশাসন মুন্সিগঞ্জের আয়োজনে, বিআরটিএ মুন্সীগঞ্জ ও নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২২ উপলক্ষে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শীলু রায়ের সভাপতিত্বে এবং আইসিটি শিক্ষা শাখার সিনিয়র সহকারী কমিশনার নাজমুস সামার সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ মুন্সীগঞ্জের সহকারী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম তুষার।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন – মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, জেএম শাখার সিনিয়র সহকারী কমিশনার সৈয়দা ইয়াসমিন সুলতানা, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক ও প্রকাশক মীর নাছির উদ্দিন উজ্জ্বল, বিআরটিএর মোটরযান পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, সিভিল সার্জন মুন্সীগঞ্জের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আমির হোসেন, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ পিয়ার হোসেন, সহ সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন, অর্থ সম্পাদক মোঃ ইব্রাহীম মিয়া, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান মিলন, যুব সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকাশনা সম্পাদক মোঃ মাওলাদ হোসেন মোল্লা, সদস্য সুমন লাল, তুহিন সরকার, নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডল, সাংবাদিক শাহানাজ বেগম হীরা, রুবেল রানা, আব্দুর রাব্বি, সাগর হোসেন, জাতীয় শ্রমিকলীগ মুন্সীগঞ্জ সদর শাখার সভাপতি মোঃ সুমন বেপারী, জাতীয় শ্রমিকলীগের মুন্সীগঞ্জ শিল্পাঞ্চল শাখার সভাপতি মোঃ আবুল কাশেম, মোঃ সালমান খান, সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ, মুন্সীগঞ্জ শাখা, সভাপতি পঞ্চসার ইউনিয়ন মোঃ কামাল হোসেন, গজারিয়া বাস মালিক সমিতির সভাপতি আবুল প্রধানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও মিডিয়ার ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের শোভাযাত্রা জনসচেতনতা মূলক ব্যানার ও ফেস্টুন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে, শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে শুরু হয় আলোচনা সভা।এ সময় উপস্থিত আলোচকবৃন্দ নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের বিভিন্ন দিক আলোচনা করেন এবং নিরাপদে রাস্তায় চলাচলে বিভিন্ন পরামর্শ দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত