জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস ব্যবস্থা উভয়ের সংস্কারেরই সময় এসেছে- জাতিসংঘের মহাসচিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১৬:৪৯ |  আপডেট  : ৪ মে ২০২৪, ০১:০৫

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘আজকের বিশ্ব বাস্তবতার’ সঙ্গে সামঞ্জস্য রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস ব্যবস্থা উভয়ের সংস্কারেরই সময় এসেছে। রোববার হিরোশিমায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষপ্রান্তে মার্কিন আনবিক বোমায় ক্ষতবিক্ষত জাপানি এই শহরটিতেই শুক্রবার থেকে রোববার পর্যন্ত জি৭ শীর্ষ সম্মেলন হয়েছে।

এই সম্মেলনে বিশ্বের ধনী ও প্রভাবশালী সাত দেশ খোলামেলাভাবেই রাশিয়া ও চীনকে তাদের প্রতিপক্ষ বলেছে। চীন, রাশিয়া এ দু্ই দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাদের ভিটো ক্ষমতা আছে।

গুতেরেস বলেছেন, ১৯৪৫ সালের শক্তি ভারসাম্য অনুযায়ী নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস ব্যবস্থা গড়ে উঠেছিল। এখন এর আধুনিকায়ন দরকার। “বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো পুরনো, অকার্যকর ও অন্যায্য হয়ে গেছে। কোভিড-১৯ মহামারী এবং ইউক্রেইনে রাশিয়ার সেনা পাঠানোর কারণে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কার মুখে এগুলো (নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস ব্যবস্থা) তার মূল কাজ বৈশ্বিক নিরাপত্তা জালের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে,” বলেছেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত