জন্মাষ্টমী উপলক্ষে লৌহজংয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:০৭ |  আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:২৮

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লৌহজং উপজেলা শাখার উদ্যোগে মশদগাও সার্বজনীন রাধাগোবিন্দ ও কালী মন্দিরে জন্মাঅষ্টমি উপলক্ষে  উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  এডভোকেট বিপ্লব সাহার সন্চালনায় ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ সিং অমিতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন। 

আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক ডাঃ বিবেকানন্দ পাল, পুজা উদযাপন পরিষদের রতন কুমার দত্ত, গোবিন্দ সরকার পলাশ কুমার মৃধা, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক  এডভোকেট সন্জীব মন্ডল, উপজেলা ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্র, ঐক্য পরিষদের  সহসভাপতি ভজন লাল দাস, যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শিমুল কুমার দে, বেজগাও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাস,  লৌহজং তেউটিয়া ঐক্য পরিষদের সভাপতি পুলিন সরকার, ঐক্য পরিষদ লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক  নবীন বরন দাস  তেউটিয়া -লৌহজং পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ দাস,  হলদিয়া ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি গনেষ ঘোষ  যুব ঐক্য পরিষদের সহ সভাপতি সুমন মল্লিক,  শম্ভু নাথ মন্ডল,  মাখন সরকার, গাওদিয়া ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ দাস। আলোচনা সভা শেষে এক বিশাল মংগল শোভা যাত্রা  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত