জনগণ বিএনপিকে কেন ভোট দেবে, তাদের জন্মটা কীভাবে: প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ২০:১৮ |  আপডেট  : ২৭ নভেম্বর ২০২৪, ১০:০০

নির্বাচনে নিজেদের কোনো সম্ভাবনা নেই বলেই ভোট নিয়ে বিএনপি প্রশ্ন তোলে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ তাদের কেন ভোট দেবে সেটা বিএনপিকে জিজ্ঞেস করতেও আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

সোমবার বিকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে ফেরার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে এবং ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে সরকার কী করছে, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা তো বেশ কয়েকটি নির্বাচন দেখলেন। সর্বশেষ নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তবে অনেকে নির্বাচন নষ্ট করতে চায়। এরপরও নির্বাচন হয়েছে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি যে নির্বাচন নিয়ে এত প্রশ্ন তোলে, তাদের জন্মটা কীভাবে? তারা কি কখনো জনগণের দাবি আদায়ে কোনো আন্দোলন করেছে? তারা জানে নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই। এ কারণেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা করা বলছে। তাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দেবে কেনো? তাদের এটা জিজ্ঞাসা করেন। তারা ক্ষমতায় আসার পর মানুষ কী পেয়েছে? কোনো সম্ভাবনা নেই, কোনো সুবিধা পাচ্ছে না বলেই নির্বাচন নিয়ে বিএনপির এত ক্ষোভ।’

শেখ হাসিনা বলেন, ‘এতিমের অর্থ আত্মসাৎ, ২১ আগস্টে গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র মামলা, অগ্নিসন্ত্রাদের দায়ে তাদের নেতৃত্বের দুজন দণ্ডিত আসামি, একজন দেশান্তরী। তারা যে ইলেকশন করতে পারবে, জিতবে সেই বিশ্বাসটাই তো তাদের নষ্ট হয়ে গেছে। তারা জানে, বিজয়ের কোনো সম্ভাবনাই তাদের নাই। এখন তারা ইলেকশনকে কন্ট্রোভারসিয়াল করতে চায়। তারা মানুষের মনে দ্বিধা তৈরি করতে চায়, মানুষের ক্ষতি করতে চায়। মানুষ কেন তাদের ভোট দেবে?’

বিএনপির সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির শাসনামলে জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে, বোমাবাজি হয়েছে, সারাদেশে বোমা হামলা হয়েছে, মানুষের জীবনের নিশ্চয়তা ছিল না। পাকিস্তানিরা যেভাবে ধর্ষণ করতো সেভাবে তাদের ক্ষমতা চলাকালে মানুষকে নির্যাতন করা হয়েছে। মানুষের বাড়ি পুড়িয়ে দিয়েছে। তাদের শাসনামলে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেশ।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত