জনগণকে অপমান করা কাউকে বরদাস্ত করা হবে না - সাগুফতা ইয়াসমিন এমিলি

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৯ জুলাই ২০২৩, ১২:৪০ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২৩:৪০

জনগণকে অপমান করে এমন কোনো অফিসারকে বরদাস্ত করা হবে না। শিগগিরই এ সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সন্ধ্যায় লৌহজংয়ে সাবরেজিস্টার ও তার দুই সহযোগীর অপসারণের দাবিতে আন্দলোনকারী দলিল লেখকেরা সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির সঙ্গে দেখা করতে যান। সেখানে তাঁরা সংসদ সদস্য এমিলিকে জাতীয় সংসদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচছা জানান। সেই সাথে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি কামাল আহমেদ হিরুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ সদস্যকে সাবরেজিস্ট্রার রাশিদা ইয়াসমিন মিলি ও তার দুই সহযোগী টিসি মোহরার সাইদুল কবির ও অতালিকাভুক্ত নকলনবিশ পলাশ চন্দ্র দাসের নানা অনিয়ম ও অসদাচরণের বিষয়টি তুলে ধরেন।

সব শুনে সংসদ সদস্য এমিলি মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়ালকে বিষয়টি সমাধানের নির্দেশ দেন। উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে দুই সহযোগীসহ সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করে আসছেন দলিল লেখকেরা। এরই প্রেক্ষিতে তাঁরা সংসদ সদস্য এমিলির সঙ্গে দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, শেখ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী প্রমুখ। সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময়ের পরে দলিল লেখক সমিতির সভাপতি কামাল আহমেদ হিরু বলেন, সংসদ সদস্য এমিলি আমাদের অভিভাবক। আমরা তাঁর পরামর্শকে সম্মান জানাই। ইউএনওর সঙ্গে আজ রবিবার দেখা করার কথা রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত