ছয় বছর পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ১৬:৩২ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ২২:০২
বুধবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কানুদাশকাঠি গ্রামের একটি মসজিদের পেছন থেকে এ কঙ্কাল উদ্ধার হয়। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে চারজনে মিলে হত্যা করে মরদেহ মাটি চাপা দেয়া হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে সিআইডি।
কঙ্কাল উদ্ধারের পর ঝালকাঠি সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হক জানান, খুন হওয়া মীর খায়রুল রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকার আনছার মীরের ছেলে। তিনি রাজাপুর বাইপাস এলাকায় একটি পরিবহনের কাউন্টারের ব্যবসা করত।
তিনি জানান, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর তাকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ফোরকান, সোহাগ, মনির ও গিয়াস নামে একই উপজেলার ৪ যুবক মিলে হত্যা করে। পরে তার লাশ নলবুনিয়া গ্রামে মনিরের বাড়ির পাশে মাটি চাপা দেয় তারা। এ ঘটনার এক মাস পরে ওই চারজন মিলে মরদেহ তুলে পাশের গ্রাম কানুদাশকাঠির একটি মসজিদের পেছনে বাঁশঝাড়ের মধ্যে পুনরায় মাটি চাপা দিয়ে রাখে।
নিহতের ভাগিনা গ্রামনগর বার্তাকে জানায়, মিরাজুল ইসলাম মিজু নামের এক ব্যক্তি দ্বিতীয়বার মাটি চাপা দেয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী। তার দেয়া তথ্যে সিআইডি নিহতের কঙ্কাল উদ্ধার করে। এরপর আবার পুরোদমে তদন্ত শুরু হয়। তবে খুনের ঘটনায় জড়িত ওই ৪ ব্যক্তি পলাতক রয়েছে।
এদিকে এ ঘটনায় খাইরুলের ছোট ভাই সিরাজুল ইসলাম সিরাজ বাদী হয়ে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর রাজাপুর থানায় গুম খুনের অভিযোগে নামধারী ৫ জনসহ অজ্ঞাতদের ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। ওই বছরের ২৬ ডিসেম্বর মামলাটি সিআইডির কাছে হস্তান্তর হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত