চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১৩:৫৮ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার (১৪ মে) সকালে হযতর শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুর যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ (মঙ্গলবার) সকালে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা দুইজনই চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। চিকিৎসা শেষে তারা কবে দেশে ফিরবেন সেটা এখনি বলতে পারছি না।

এর আগে বিএনপিনেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম ব্যাংকক থেকে চিকিৎসা নিয়ে আসেন।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত