চিকিৎসকরা বললেন, গোবরে করোনাভাইরাস সারে না

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২১, ১৩:৫৫ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ১২:০৬

গোবরে করোনাভাইরাস সারে এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছে ভারতীয় চিকিৎসকরা। বরং, এটি অন্যান্য রোগ বিস্তারের ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন তারা। 

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ডা. জেএ জয়ালাল বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে গোবর এবং গোমূত্রে কার্যকারিতার কোনো শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা পুরোপুরি বিশ্বাসনির্ভর। তাছাড়া শরীরে গোবর মাখার স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। এর মাধ্যমে পশু থেকে মানবদেহে রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গোবর একটি পবিত্র বস্তু। তাদের বিশ্বাস, গোবরের রয়েছে রোগ প্রতিরোধ এবং জীবাণুনাশক ক্ষমতা। এর জের ধরে গুজরাটের অনেক বাসিন্দা সপ্তাহে একদিন গোবর ও গোমূত্র শরীরে মেখে গোশালায় থাকছেন। তাদের বিশ্বাস এর ফলে তারা করোনাভাইরাস থেকে মুক্তি পাবেন।

করোনাভাইরাস মহামারিতে ভারত এখন বিপর্যস্ত। এখন পর্যন্ত দেশটিতে ২২ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ এই মহামারিতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত