চাঁপাইনবাবগঞ্জ-৩ এ একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫২ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। কেন্দ্রটি থেকে ককটেল উদ্ধার করেছে র‍্যাব। বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, ‘জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দায়িত্বরত পিওনকে বের করা নিয়ে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থক আব্দুল হাকিমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সামিউল হকের (আপেল প্রতীক) মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুজন আহত হন।’

রিটার্নিং অফিসার আরও বলেন, ‘অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোটগ্রহণ শুরু হয়। পরে ওই কেন্দ্র থেকে ককটেল উদ্ধার করে র‌্যাবের বোমা নিষ্ক্রিয় দল।’

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত