চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী  লৌহজংয়ের আনোয়ার হোসেন 

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১০:০৭ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০১:৩৩

আজ (বুধবার) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সিংহের হাটি গ্রামের নিবাসী স্বনামধন্য কার হাউস এর স্বত্বাধিকারী আনোয়ার হোসেন আজ ভোর পাঁচটায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। 

তিনি লৌহজংয়ের ব্রাহ্মণগাওঁ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। 

আনোয়ার হোসেনের মৃত্যুতে স্থানীয় এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, কনকসার ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, অবারিত বাংলার প্রধান নির্বাহী পরিচালক ও গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, কনকসার ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার দাস গভীর শোক প্রকাশ করেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত