চলমান পরিস্থিতি কমে গেছে জনসমাগম পঞ্চগড়ে ব্যবসা বানিজ্য স্থবির
প্রকাশ: ২ আগস্ট ২০২৪, ১৯:২৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৫
চলমান পরিস্থিতি নিয়ে মানুষের চলাফেরা কমে গেছে পঞ্চগড় শহরে। ভয়- আতঙ্ক কাজ করছে মানুষের মাঝে। শহরটিতে প্রতি বৃহষ্পতিবার ও রবিবার সাপ্তাহিক হাট। এইদুদিন ও মানুষের সমাগম অনেকটাই কম।
দেশে চলমান কোটা আন্দোলন নিয়ে উৎকন্ঠা আর ভয় ভীতি নিয়ে উদ্বিগ্ন নাগরিক সমাজ। তা থেকে বাদ পড়েনি পঞ্চগড়। কয়েকদিন বিএনপি-জামাত নেতাকর্মীদের ধরপাকড় চলায় হঠাৎ করেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
কারফিউ জারির পর এমনিতেই জনসাধারনের চলাচল সীমিত হয়ে পড়ে। এরপর কয়েকদফায় কোটা আন্দোলনকারিদের বিক্ষোভ সমাবেশ করার পর পুলিশ সর্তক অবস্থানে নিলে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে। এসময় পুলিমেল বাঁধার বিষয়টি ছড়িয়ে পড়ে সবর্ত্র। এ কারনেই মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করতে থাকে।
এতে ব্যবসায়িরা পড়ে বিপাকে। বেচা কেনায় প্রভাব পড়ে।শহরের গালামাল ব্যবসায়ি মিজানুর রহমান বলেন বেচাকেনা অনেকটাই কমে গেছে। আগের তুলনায় মানুষ পণ্য কিনতে আসেনা।পেয়াঁজ আলু ,আদা রসুন বিক্রেতা আনোয়ার হোসেন সামু বলেন একেবারেই কমে গেছে বেচা কেনা শহরে লোকজন কম আসে। তাই আমার কর্মচারীরাও অলস সময় পার করে।স্টেশনারী দোকান মালিক আবদুর রহিম বলেন,মরে গেছি ভাই একেবারে বেচা কেনা নাই। ধরপাকড় আর ভয়ে মানুষ শহরে আসা কমে গেছে কি যে অবস্থা। সদর উপজেলার মীরগড়ের বাসিন্দা ও আটো চালকমাহবুব আলম (৩৬) জানান আগে ১ হাজার থেকে ১ এক হাজার একশত টাকা আয় হতো এখন কমে আটশত থেকে নয়শত টাকা হয়। এদিকে শহরে যে ভাবে যানজট থাকতো সেরকম টা এখন নেই। অনেকটাই কমে গেছে যানজট। হোটেল রেঁেস্তারায়ও বিক্রি কমে গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত