চট্টগ্রাম-সিলেট বিভাগে নৌকা পেলেন যারা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ২০:৪৩ | আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:৪৩
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় তা চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
চট্টগ্রাম বিভাগে প্রার্থী যারা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেলিম খন্দকার, শাহজাদাপুরে মোসাম্মৎ আছমা আক্তার, শাহবাজপুরে খায়রুল হুদা চৌধুরী,পানিশ্বরে (উত্তর) মো. দ্বীন ইসলাম, চুন্টায় শেখ মো. হাবিবুর রহমান, পাকশিমুলে সাইফুল ইসলাম, অরুয়াইলে মো. শফিকুল ইসলাম, কালিকচ্ছে রোকেয়া আক্তার, নোয়াগাঁওয়ে শফিকুল ইসলাম নৌকা পেয়েছেন।
বাঞ্ছারামপুরের তেজখালীতে এ কে এম শহিদুল হক, পাহাড়িয়াকান্দিতে মো. গাজীউর রহমান, সোনারামপুরে মো. শাহীন, দরিকান্দিতে মোহাম্মদ শফিকুল ইসলাম, ছয়ফুল্লাকান্দিতে (প.) মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঞ্ছারামপুর সদরে (উত্তর) মো. আবদুর রহিম, ফরদাবাদে মো. রাশিদুল ইসলাম, রূপসদীতে মো. আব্দুল হাকিম, ছলিমাবাদে আবদুল মতিন, উজানচরে (পূর্ব) কাজী জাদিদ- আল-রহমান, মানিকপুরে ফরিদ উদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন।
নবীনগরের বীরগাঁওয়ে আনোয়ার, নবীনগর (পূর্ব) আব্দুল্লাহ আল মামুন, নবীনগর (পশ্চিম) মো. ফিরুজ মিয়া, শ্রীরামপুরে মো. সৈয়দুজ্জামান, ইব্রাহিমপুরে মো. আবু মুছা, লাউরফতেহপুরে মো. মজিবুর রহমান, জিনদপুরে আবদুর রউফ, সাতমোড়ায় জসিম উদ্দিন আহমেদ, রছুল্লাবাদে মো. আলী আকবর, শ্যামগ্রামে শামছুজ্জামান খান, বড়কান্দিতে মো. লুৎফর রহমান, ছলিমগঞ্জে মাইনুল হক সিকদার, রতনপুরে সৈয়দ জাহিদ হোসেন মনোনয়ন পেয়েছেন।
কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গায় মো. নাজিরুল হক ভূইয়া, ঘাগুটিয়াতে মো. ইকবাল হোসেন রনি, দুলালপুরে মো. জসিম উদ্দিন সওদাগর, চান্দেরচরে মোজাম্মেল হক, আছাদপুরে মো. ছিদ্দিকুর রহমান, নিলখীতে মো. জালাল উদ্দিন, ভাষানিয়ায় আব্দুল আউয়াল, ঘারমোড়ায় এ কে এম মনিরুজ্জামান, জয়পুরে মো. তাইজুল ইসলাম নৌকা পেয়েছেন।
দাউদকান্দি উপজেলার দাউদকান্দি (উ.) মোহাম্মদ কামরুজ্জামান, সুন্দলপুরে মোহাম্মদ রাশেদুল ইসলাম সরকার, গৌরীপুরে মোহাম্মদ নোমান মিয়া, জিংলাতলীতে মো. ওমর ফারুক মিয়াজী, ইলিয়টগঞ্জে (উ) মো. জসিম উদ্দিন প্রধান, মালীগাঁওয়ে মো. নুরুল ইসলাম, মোহাম্মদপুরে (প.) মো. দুলাল আহম্মদ, মারুকায় মো. খলিলুর রহমান তালুকদার, বিটেশ্বরে মো. হুমায়ুন কবির ভূইয়া, পাঁচগাছিয়ায় (প.) মো. জামাল উদ্দিন চৌধুরী, গোয়ালমারীতে মান্নান প্রধান, পদুয়া মোসা. মিনু বেগম মনোনয়ন পেয়েছেন।
বরুড়ার আগানগরে মো. ওমর ফারুক ভূঞাঁ, ভবানীপুরে খলিলুর রহমান, খোশবাস (উত্তর) মো. নাজমুল হাছান, ঝলমে খায়রুল আনাম এয়াকুব, চিতড্ডায় মো. জাকারিয়া, আড্ডায় মো. জাকির হোসেন, আদ্রায় মো. আ. করিম, লক্ষীপুরে আবুল হাশেম, পয়ালগাছায় সৈয়দ মহি উদ্দিন নৌকা পেয়েছেন।
চাঁদপুর জেলার মতলব উত্তরের ষাটনলে এ কে এম শরীফ উল্যহ সরকার, বাগানবাড়িতে মো. নান্নু মিয়া, সাদুল্যাপুরে লোকমান আহমেদ, দূর্গাপুরে মোকাররম হোসেন খান, কলাকান্দায় মো. গোলাম কাদির, মোহনপুরে সামছুল হক চৌধুরী, এখলাছপুরে মোহাম্মদ জসিম উদ্দিন, জহিরাবাদে মনোয়ারুল ইসলাম, ফতেপুর (পূর্ব) আজমল হোসেন চৌধুরী, ফতেপুর (পশ্চিম) নূর মোহাম্মদ, ফরাজীকান্দিতে মোহাম্মদ রেজাউল করিম, ইসলামাবাদে মো. সাখাওয়াত হোসেন (মুকুল), সুলতানাবাদে হাবিবা ইসলাম সিফাত, গজরায় মো. শহীদ উল্লা মনোনয়ন পেয়েছেন।
মতলব দক্ষিণের নায়েরগাঁও উত্তরে মো. মিজানুর রহমান, নায়েরগাঁও দক্ষিণে মো. আব্দুস ছালাম মৃধা, উপাদী উত্তরে মো. শহিদ উল্যাহ, উপাদী দক্ষিণে মো. গোলাম মোস্তফা নৌকা পেয়েছেন।
ফেনী জেলার পরশুরামের মির্জানগরে মো. নূরুজ্জমান, বক্সমাহমুদে আবদুল গফুর, চিথলিয়ায় জসিম উদ্দিন নৌকা পেয়েছেন।
ছাগলনাইয়ার ঘোপালে মোহাম্মদ সেলিম, পাঠাননগরে রফিকুল হায়দার চৌধুরী, রাধানগরে মোশারাফ হোসেন, শুভপুরে আজিজুর রহমান, মহামায়ায় শাহজাহান মিনু মনোনয়ন পেয়েছেন।
নোয়াখালী জেলার সেনবাগের ছাতার পাইয়ায় সোহরাব সুমন, ডমুরুয়ায় শওকত হোসেন কানন, কাদরা মোহাম্মদ কামরুজ্জামান, কাবিলপুর আজাদ হোসেন, বীজবাগ মো. আনোয়ার হোসেন, নবীপুর খাজা খায়ের নৌকা পেয়েছেন।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের কাঞ্চনপুরে মো. নাছির উদ্দিন খান, নোয়াগাঁওয়ে মো. সোহেল পাটোয়ারী, ভাদুরে মোহাম্মদ জবেদ, ইছাপুরে শাহনাজ আক্তার, চন্ডীপুরে মো. কামাল হোসেন ভূঁঞা, লামচরে মাহেনারা পারভীন, দরবেশপুরে মিজানুর রহমান, করপাড়ায় মজিবুল হক (মজিব), ভোলাকোট ভাটরায় মো. জামান পাটওয়ারী দুলাল, ভাটরায় মোহাম্মদ আবুল হোসেন নৌকা পেয়েছেন।
রায়পুর উপজেলার উত্তর চরআবাবিলে মো. শহিদ উল্লাহ, উত্তর চরবংশীতে মো. আবুল হোসেন, চরমোহনায় মো. শফিক, সোনাপুরবিতে এম, ইউছুফ জালাল এডভোকেট, চরপাতায় মো. সুলতান মামুন রশিদ, কেরোয়া শাহিনুরে বেগম রেখা, বামনীতে তাফাজ্জল হোসেন, দক্ষিণ চরবংশীতে আবু জাফর মো. সালেহ, দক্ষিণ চরআবাবিলে হাওলাদার নুরে আলম জিকু, রায়পুরে সফিউল আজম মনোনয়ন পেয়েছেন।
চট্টগ্রাম জেলার রাউজানের হলদিয়ায় মো. শফিকুল ইসলাম, ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী, চিকদাইরতে প্রিয়তোষ চৌধুরী, গহিরায় নুরুল আবছার, বিনাজুরীতে রবীন্দ্র লাল চৌধুরী, রাউজানে বি এম জসিম উদ্দীন, পাহাড়তলীতে মো. রোকন উদ্দীন, পূর্ব গুজরায় আব্বাস উদ্দীন আহমেদ, পশ্চিম গুজরায় সাহাবুদ্দিন আরিফ, উরকিরচরে সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়ায় মোহাম্মদ বাবুল মিয়া, বাগোয়ানে ভূপেশ বড়ুয়া, নোয়াজিষপুরে মোহা. সরোয়ার্দী নৌকা প্রতীক পেয়েছেন।
রাঙ্গুনিয়া উপজেলার রাজানগরে মো. সামশুল আলম তালুকদার, হোছনাবাদে মো. দানু মিয়া, পারুয়ায় মো. একতেহার হোসেন, পোমরায় জহির আহমদ চৌধুরী, বেতাগীতে মোহাম্মদ নুর কুতুবুল আলম, সরফভাটায় শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, শিলকে মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, পদুয়ায় মুহাম্মদ আবু জাফর, চন্দ্রঘোনায় মোহাম্মদ ইদ্রিচ আজগর, কোদালায় মো. আবদুল কাইয়ুম, ইসলামপুরে মো. সিরাজ উদ্দিন চৌ., দক্ষিণ রাজানগরে আহামদ ছৈয়দ তালুকদার, লালানগরে মীর তৌহিদুল ইসলাম নৌকা পেয়েছেন।
হাটহাজারী উপজেলার ধলইয়ে মোহাম্মদ আলমগীর, মির্জাপুরে মো. আকতার হোসেন খান, গুমান মর্দ্দনে মো. মজিবুর রহমান, নাঙ্গলমোড়ায় হুমায়ুন মনোনয়ন পেয়েছেন।
সিলেট বিভাগে প্রার্থী যারা
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউপিতে আব্দুল মজিদ, সুরমাতে আব্দুস ছাত্তার, জাহাঙ্গীরনগরে মোকছুদ আলী, মোল্লাপাড়ায় মনির উদ্দিন, কাঠইরে বুরহান উদ্দিন, মোহনপুরে সীতেশ রঞ্জন দাস তালুকদার, গৌরারংয়ে ছালমা আক্তার চৌধুরী, লক্ষণশ্রীতে মিজানুর রহমান, কুরবাননগরে শামস উদ্দিন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলসে মাসুদ মিয়া, শিমুলবাকে মিজানুর রহমান জিতু, পাথারিয়াতে সামছুল ইসলাম রাজা, দরগাপাশাতে মোহাম্মদ মনির উদ্দিন, পূর্বপাগলাতে রাসিকুল ইসলাম, পশ্চিমপাগলাতে জগলুল হায়দার, পূর্ববীরগাওতে রিয়াজুল ইসলাম, পশ্চিমবীরগাওতে দেবাংশু শেখর দাস আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুরে হেলাল উদ্দিন, লেংগুড়াতে মুজিবুর রহমান, ফতেপুরে মোহাম্মদ নাজিম উদ্দিন, নন্দিরগাঁওতে এস কামরুল হাসান (আমিরুল), তোয়াকুলে লোকমান, ডৌবাড়ীতে সুবাস দাস। জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউপিতে আব্দুর রাজাক, চারিকাটাতে সিরাজুল ইসলাম, দরবস্তে মোহাম্মদ কুতুব উদ্দিন, ফতেপুরে রফিক আহমদ, চিকনাগুলে কামরুজ্জামান চৌধুরী। দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউপিতে শাহ ওলিদুর রহমান, লালাবাজারে তোয়াজিদুল হক, জালালপুরে ওয়েস আহমদ, মাগলাবাজারে ছদরুল ইসলাম, দাউদপুরে আতিকুল হক নৌকার প্রতীক পেয়েছেন।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউপিতে জোবায়ের হোসেন, দাসেরবাজারে জিয়াউর রহমান, নিজবাহাদুরপুরে ময়নুল হক, দক্ষিণশাহবাজপুরে নাহিদ আহমদ, বড়লেখাতে ছালেহ আহমদ, তালিমপুরে বিদ্যুৎ কান্ত দাস, দক্ষিণভাগে (উত্তর) এনাম উদ্দিন, সুজানগররে মো. সাহেদুল মজিদ, দক্ষিণভাগে (দক্ষিণ) সুব্রত কুমার দাস, উত্তর শাহবাজপুরে রফিক উদ্দিন আহমদ মনোনয়ন পেয়েছেন।
কুলাউড়ার বরমচারে আবুল হোসেন খসরু, ভুকশিমইলে মো. মইনুল ইসলাম, ভাটেরায় জুবায়ের সিদ্দিকী, জয়চন্ডীতে মো. আব্দুর রব মাহাবুব, ব্রাহ্মণবাজারে মো. মমদুদ হোসেন, কাদিপুরে ছালিক আহমদ, কুলাউড়ায় মোছাদ্দিক আহমদ নোমান, রাউৎগাঁওয়ে মো. আকবর আলী, টিলাগাঁওয়ে মো. আব্দুল মালিক, হাজীপুরে ওয়াদুদ বক্স, শরীফপুরে মোহাম্মদ চিনু মিয়া, পৃথিমপাশায় মো. আব্দুল মন্নাফ, কর্মধায় মো. আতিকুর রহমান মনোনয়ন পেয়েছেন।
হবিগঞ্জের নবীগঞ্জের বড়ভাকৈরে (প.) সমর চন্দ্র দাশ, বড়ভাকৈরপূর্ব মো. আক্তার মিয়া, ইনাতগঞ্জে মো. আছাবুর রহমান, দীঘলবাকে মো. আবু সাঈদ, আউশকান্দিতে মো. দিলাওর হোসেন, কুর্শিতে আলী আহমেদ, করগাঁওয়ে বজলুর রহমান, নবীগঞ্জ সদরে মো. হাবীবুর রহমান, বাউশায় মো. আবু সিদ্দিক, দেবপাড়া আব্দুল মোহিত চৌধুরী, গজনাইপুরে মো. সাবের আহমেদ চৌধুরী, কালিয়ারভাংগায় ফরহাদ আহমেদ, পানিউমদায় মো. ইজাজুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন।
হবিগঞ্জ সদরের লোকড়ায় আহাম্মদ আলি, রিচিতে আব্দুর রহিম, তেঘরিয়ায় এম. এ. মোতালিব, পৈলে মো. সাহেব আলী, গোপায়ায় মো. নুরুজ্জামান চৌধুরী, রাজিউড়ায় বদরুল করিম দুলাল, নিজামপুরে মো. আব্দুল আউয়াল তালুকদার, লস্করপুরে মোহাম্মদ মাহবুবুর রহমান হিরো মনোনয়ন পেয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত