এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ

ঘরের মাঠে ভুটানকে হারাল বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৮ অক্টোবর ২০২২, ০৯:৩৭ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ০৩:২৭

২০২৩ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে ঘরের মাঠে ভুটানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৯০ মিনিটের প্রথমার্ধেই ভুটানের গোলরক্ষককে ফাঁকি দিয়ে প্রথম গোল করেন নাজিম উদ্দিন। বাদশা মিয়ার অসাধারণ ক্রসে খেলা শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় প্রথম এই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সবশেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইমরান খানের ফ্রি কিকে হেডে গোল করেন মোলতাজিম আলম হিমেল।

ফলে ঢাকার শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচসহ টানা দুই জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

এ দিন মাঠে বেশ দাপটের সঙ্গেই খেলেছে বাংলাদেশ। সঙ্গে ছিল প্রতিপক্ষের জালে বল পাঠানোর আপ্রাণ চেষ্টা। তবে সেই অর্থে খেলতে পারেনি ভুটান। ম্যাচ শুরুর প্রথম আট মিনিটেই একটি কর্নার কিক করে বাংলাদেশ। তবে ফায়দা হয়নি, ঠিকঠাকভাবেই সেই ধাক্কা সামলেছে ভুটান। এর ঠিক দুই মিনিট পরই ডানদিক থেকে আসাদুলের উঁচু ক্রস হেড করে ভুটানের জালে উড়িয়ে দেন নাজিম উদ্দিন।

পরে দ্বিতীয়ার্ধেও মাঠে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছে বাংলাদেশ। সঙ্গে ভুটানকেও তেমন একটা সুযোগ দেয়নি। সবশেষ ম্যাচের ৭৩ মিনিটের মাথায় ইমরানের দূর থেকে নেওয়া মাপা ফ্রি-কিক বক্সের মধ্যে থেকে হেড করে গোন দেন হিমেল। এরপর আর স্কোর বাড়াতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত