গ্রাম হবে শহর’ বাস্তবায়ন শুরু, বদলে যাচ্ছে রশুনিয়া ইউনিয়নের ৮নং আবিপাড়া
প্রকাশ: ৫ জুলাই ২০২৩, ১৭:১৮ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ২৩:২২
রশুনিয়া ইউনিয়নের ৮নং আবিপাড়া গ্রাম ঘুরে দেখছেন রশুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ জাকির হোসেন। আওয়মী লীগের নির্বাচনী ইশতেহার একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল। তাতে বলা হয়েছে, ‘আমার গ্রাম-আমার শহর: প্রতিটি গ্রাম আধুনিক নগর সুবিধা সম্প্রসারন আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন। এই অঙ্গীকার বাস্তবায়নে রশুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও আবিরপাড়ার সার্বিক উন্নয়ন কার্যক্রম শুরু করেছে রশুনিয়া ইউনিয়ন। বুধবার (৫ জুলাই) সকালে রশুনিয়া ৮নং ওয়ার্ডের আবিরপাড়ায় রাস্তার উন্নয়নকাজের অংশবিশেষ উপস্থাপন করেন গণমাধ্যম কর্মীদের কাছে।
উন্নয়নকাজ শুরু হওয়া আবারিপাড়া বাসিন্দা আয়ুব খান,মোঃ ইউসুফ,লোকমান খান,মোঃ আব্দুল রহিম,আলমগীর সরদার,ইদ্রিস আলী সরদার, জানান, মোঃ জাকির হোসেন মেম্বারের সহযোগিতায় আমাদেও গ্রামের উন্নয়ন প্রকল্প অবহেলিত এলাকার জীবনযাত্রা পাল্টে দেবে। শুরু হওয়া কাজ বাস্তবায়িত হলে বদলে যাবে অনুন্নত এলাকাগুলোর দুর্ভোগ। দীর্ঘদিন পর হলেও মোঃ জাকির হোসেন মেম্বারের মাধ্যমে আমাদের অধিকার বাস্তবায়ন শুরু হওয়ায় রশুনিয়া ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইউপি সদস্য মোঃ জাকির হােসেন বলেন, প্রথম শ্রেণির ইউনিয়ন হিসেবে এসব উন্নয়ন ৮নং ওয়ার্ডবাসীর অধিকার। নানা কারণে এসব কাজ না হওয়ায় তৃতীয় শ্র্রেণির ওয়ার্ডের মতো সুযোগ ভোগ করেছে আবিরপাড়া গ্রামের অধিবাসীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর ঘোষণা বাস্তবায়নে রশুনিয়া ৮নং ওয়ার্ডের উন্নয়নের কাজগুলো শুরু হয়েছে। এখন শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার। এ ব্যাপারে নজর রাখতে ওয়ার্ড মেম্বারদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। আমি চেষ্টা করবো আমার ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত