গ্রামীণ ব্যাংক কাউনিয়া মীরবাগ শাখার গাছের চারা বিতরণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৪ জুলাই ২০২৪, ১৮:১৬ |  আপডেট  : ৭ জুলাই ২০২৪, ১৩:০৫

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন বিশেষ দিবস উপলক্ষে প্রতিজন সক্রিয় সদস্যদের মাঝে ৬টি করে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

গ্রামীন ব্যাংক কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে কাউনিয়া উপজেলার মীরবাগ গ্রামীণ ব্যাংক শাখার উদ্দ্যোগে বৃহস্পতিবার বিকালে ব্যাংক কার্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণের উদ্বোধন করেন কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক মীরবাগ শাখার ম্যানেজার দিলরূবা সুলতানা লাকী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, গ্রামীণ ব্যাংক শাখার সেকেন্ড ম্যানেজার রফিকুজ্জামান, সাংবাদিক সাইফুল ইসলাম অফিসার মোঃ শরিফুল ইসলাম, মোঃ রেজাউল হোসেন, মোঃ জাহিদুল হক, কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌসি আক্তার, প্রশিক্ষনার্থী কেন্দ্র ব্যবস্থাপক সুমন চন্দ্র বর্মন, অফিস সহায়ক মনজুরুল ইসলাম প্রমূখ। গ্রামীন ব্যাংক মীরবাগ শাখার আওতায় ৫৬টি কেন্দ্রে ২৪২৩ জন সদস্যদের মাঝে ফলজ ও বনজ ১৪৫৬৮ গাছের চারা বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে প্রথমদিনে প্রায় ৩০০০ চারা বিতরণ করা হয়। এর পর ব্যাংক কার্যালয়ের সামনে ২টি চারা রোপন করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত