গাবতলী ফ্রেন্ডস সার্কেল জিএফসি উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৪ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩৫
বগুড়ার গাবতলী ফ্রেন্ডস সার্কেল (জিএফসি) উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় কক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী সনি।
সংগঠনের সভাপতি রেজাউল করিম মহব্বত এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও সহ-সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বুলবুল এবং মিড়িয়া ও কমিউনিকেশন বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার রাব্বী’র যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ফজলে রাব্বী রতন, সহকারী অধ্যাপক সারোয়ার মোর্শেদ নয়ন, মোস্তফা কামাল স্বপন, শফিকুল ইসলাম, মোরশেদ খাজা মানু, সহ-সভাপতি শফিউর রহমান আপেল, যুগ্ম সাধারন সম্পাদক শরিফুর রহমান মিরাজ, ডাঃ শামীম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-প্রচার সম্পাদক আল আমিন মন্ডল, প্রশান্ত কুমার রায়, অর্থ সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক মামদুদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক রায়হানুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুম মিয়া, নির্বাহী সদস্য জুলফিকার আলী, ফরহাদ হোসেন, রেজাউল করিম, শিক্ষার্থী জ্যোতি, তৌফিক প্রমুখ। আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীগন মাঝে নগদঅর্থ (বৃত্তি) প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত