গাবতলীতে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা

  আল আমিন মন্ডল (বগুড়া)

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৭ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:৪৫

উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে শনিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ঐতিহ্যবাহী তরনীহাট ইছামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুদীপ কুমার চক্রবর্ত্তী((বিপিএম-সেবা-পিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং  ফোরামের সভাপতি মোজাম্মেল হক লালু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সনাতন চন্দ্র সরকার, বাগবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মুন্নাফ, বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী ফকির এবং গাবতলী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সাজেদুর রহমান মোহন প্রমূখ। শেষে অতিথিবৃন্দ  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত