গাজীপুর থেকে কাউনিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১৭:৪৯ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১১:২৮
রংপুরের কাউনিয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করার অভিযোগে আব্দুর রশিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রশিদ (২৭) কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের আফতার হোসেনের ছেলে। গ্রেফতার ও অপহৃতা উদ্ধারের বিষয়টি শনিবার দুপুরে মুঠোফোনে নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হারাগাছ থানার ইন্সেপেক্টর (তদন্ত) শওকত আলী সরকার।
তিনি জানান, গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে সারাই ভগিরত মাছহারী গ্রামের বাসিন্দা ওই স্কুল ছাত্রী ঘর থেকে বাইরে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে আব্দুর রশিদ মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। মেয়েকে ঘরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর মেয়ের বাবা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে বখাটে আব্দুর রশিদ তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।
হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় শুক্রবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করে। তিনি বলেন, মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোরে আব্দুর রশিদকে গ্রেফতারসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত